‘বাসে হকারের বইয়ে চেতনানাশক’, লুটের দায়ে গ্রেপ্তার ৩
আরও অভিনব পদ্ধতিতে শুরু হয়েছে ছিনতাই। এমন পদ্ধতির শিকার হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন। কর্মচারীদের বেতন দেওয়ার জন্য টাকা নিয়ে উঠেছিলেন বাসে। সেই বাসে হকার সেজে ছিনতাইচক্রের সদস্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির জন্য ওঠেন। শুরু করেন যাত্রীদের উদ্দেশে কথা বলা। এর ফাঁকে পড়ার জন্য যাত্রীদের হাতে তুলে দেন বই। বই পড়ার সময় ওই ভুক্তভোগীর আসে ঘুম ঘুম ভাব। তারপর খেতে দেওয়া হয় চকলেট-পানি। পরে যখন ঘুম ভাঙে, তখন তিনি হাসপাতালে। ততক্ষণে খুইয়েছেন সোয়া লাখ টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন ও এয়ারপোর্ট সিকিউরিটি পাস।
গত ১০ মে বিকেলের এমন ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ। গতকাল শুক্রবার (৩১ মে) মো. মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু ওরফে মো. হীরা, মো. সবুজ মিয়া ও মো. খোকন নামের ওই তিনজনকে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিল্লু এ তথ্য জানান। তিনি জানান, গত ১০ মে বিকেলে এক ভুক্তভোগী ঠিকাদারি কর্মচারীদের বেতন দিতে হেড অফিস থেকে এক লাখ ২২ হাজার টাকা নিয়ে কাকলী থেকে বাসে ওঠেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। তিনি আরও জানান, জ্ঞান ফিরলে ভুক্তভোগী দেখেন, তিনি টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি।
বদরুজ্জামান জিল্লু জানান, এ ঘটনায় ভুক্তভোগী তুরাগ থানায় একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।