ঢামেক হাসপাতালের ফুটপাতে পড়েছিল মরদেহ
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফুটপাত থেকে অজ্ঞাত (পুরুষ) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। আজ শনিবার (১ জুন) বিকেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার সন্ধ্যায় ডিএমপির শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমন মো. ইশতিয়াক এ তথ্য জানিয়েছেন।
ইমন মো. ইশতিয়াক বলেন, খবর পেয়ে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। পরে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা পর তাকে মৃত ঘোষণা করেন।