মোটরসাইকেল দুর্ঘটনায় সহোদর দুই ভাইয়ের মৃত্যু
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নোয়াকান্দি গ্রামের নিজাম উদ্দিন মাতুব্বরের ছেলে ও নগরকান্দা কলেজের এইচএসসির শিক্ষার্থী অন্তর মাতুব্বর (১৯) এবং তাঁর বড় ভাই মালয়েশিয়া প্রবাসী মিঠুন মাতুব্বর (৩৫)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু সাঈদ মো. খায়রুল আনাম সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহতের কথা নিশ্চিত করেছেন।
নিহতদের চাচাতো ভাই শাহিন মাতুব্বরের বরাত দিয়ে ওই পুলিশকর্মকর্তা জানান, মালয়েশিয়া প্রবাসী মিথুন মাতব্বর দুই মাসের ছুটি নিয়ে সম্প্রতি গ্রামের বাড়িতে আসেন। এরপর গত শুক্রবার মিঠুন মাতুব্বর তার ছোট ভাই কলেজছাত্র অন্তর মাতুব্বরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল করে গোপালগঞ্জ শহরে মামাতো ভগ্নিপতি পুলিশ সদস্য লিটন সরদারের বাসায় বেড়াতে আসেন।
আজ সোমবার ভোররাত ৪টার দিকে গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হন। ভোর রাত সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই মালয়েশিয়া প্রবাসী মিঠুন মারা যান। শঙ্কটজনক অবস্থায় কলেজছাত্র অন্তরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁরও মৃত্যু হয়। দুজনের মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।