ঢাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদীসহ দুজন কারাগারে
রাজধানীর পলাশী বাজার এলাকায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং তার সহযোগী কাজী মো. শহিদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার (৪ মে) ঢাকার সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. সেলিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম এই আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, পলাশী মার্কেটে আসামিরা বিভিন্ন সময়ে চাঁদা দাবি করতো ও নিতো। ব্যবসায়ীরা চাঁদা না দিলে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি দিতো। এরই পরিপ্রেক্ষিতে ২ জুন রাত সাড়ে ১০টার দিকে দোকানে এসে দুই ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ করে চার লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাদের মারধর করে। মার্কেটের কসাইয়ের দোকান থেকে চাপাতি এনে তাদের মেরে ফেলার হুমকি দেয়। তখন মার্কেটের দোকানদাররা তাদের ধরে ফেলে। উত্তেজিত জনতা তাদের মারধর করে। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।
পরে চাঁদাবাজির এ ঘটনায় ব্যবসায়ী ওবাইদুল হাসান সোমবার মামলাটি দায়ের করেন।