বন্যায় সিলেটে খাদ্য সংকট, এখনও পানিবন্দি ৬ লাখ
সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে, কমেনি দুর্ভোগ, রয়েছে খাদ্য সংকট। এখনও পানিবন্দি প্রায় ছয় লাখ মানুষ। তবে, উজানের ঢল কমে আসায় বিপদসীমার নিচে নামতে শুরু করেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাত না হওয়ায় মহানগরী এলাকারও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
দীপক রঞ্জন দাস জানান, নদীর পানির উচ্চতা কমে আসলেও আজ বৃহস্পতিবার দুপুরে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে, সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন ফিরতে শুরু করলেও বিধ্বস্ত ঘরবাড়ি এখনও পানির নিচে রয়েছে। গ্রামীণ সড়কের কারণে তাদের ভোগান্তি পিছু ছাড়ছে না। মানুষের পাশাপাশি দেখা দিয়েছে গো-খাদ্য সংকটও।
এদিকে, এক সপ্তাহের বেশি সময় ধরে পানি বন্দি থাকলেও শুকনো খাবার ছাড়া কোনো সরকারি সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বন্যা দুর্গতদের অনেকে।