টিফিনের টাকায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ
কুমিল্লা রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৭ জুন) সকাল ১০টায় শহিদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আদর্শ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রিফাদ ও অর্থ সম্পাদক আইমান প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। আজ কুমিল্লায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী দুই মাস জেলার বিভিন্ন উপজেলায় এই কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানটি বাস্তবায়নে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মনির হোসেন, হিমেল, অরিন্দম, রিজন, সামি, ইয়ামিন, জিসান প্রমুখ।