নতুন বাজেটে দুর্নীতির আশঙ্কা আরও বেশি : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট কালো টাকাবান্ধব এবং এর মাধ্যমে দেশে দুর্নীতি আরও বেড়ে যাবে। এই বাজেট কালো টাকার প্রচারের জন্য। কীভাবে কালো টাকা সাদা করা যায়, দুর্নীতির প্রসার ঘটানো যায়, কীভাবে (অবৈধভাবে) অর্থ উপার্জন করা যায়, এসবের জন্য এই বাজেট।’
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৭ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সোনালি দল আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, সাধারণ ও শ্রমজীবী মানুষের কল্যাণ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য এই বাজেট প্রণয়ন করা হয়নি। বাজেট নিয়ে কথা বলার প্রয়োজন নেই। ডেইলি স্টারের প্রথম পাতায় কার্টুন দেখুন, যেখানে অনেক সাধারণ কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের ওপরে বসে আছে একটি বিশাল হাতি... এই চমৎকার কার্টুনটি বাজেটের একটি পরিষ্কার চিত্র তুলে ধরেছে।’
মির্জা ফখরুল বলেন, জনগণের অর্থ লুটপাটের আরও সুযোগ তৈরি করতে সরকার অলাভজনক খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিয়েছে।
প্রস্তাবিত বাজেটে মূলধনী যন্ত্রপাতির ওপর কর বাড়ানোয় সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘মূলধনী যন্ত্রপাতির ওপর কর বাড়ানোর অর্থ কী? এর মানে হলো এখানে কোনো শিল্প-কারখানা থাকা উচিত নয়, কেন না যন্ত্রপাতি আমদানি করা যায় না।’
কর্মসংস্থান ও আয়ের উৎসের অভাবে মানুষ খুব কঠিন সময় পার করছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘যারা ঢাকা শহরে ছোটখাটো ব্যবসা করতেন এবং এখানে কাজ করতেন তারা এখন কাজের অভাবে গ্রামে চলে যাচ্ছেন। কিন্তু সেখানেও কাজ না থাকায় ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তারা।’
ফখরুল বলেন, বর্তমান দানবীয় সরকারকে যতদিন ক্ষমতা থেকে সরাতে না পারবে ততদিন সাধারণ মানুষ ও কৃষকদের কোনো লাভ হবে না। এই সরকার মিথ্যার ওপর টিকে আছে। এই সরকারের সব পরিসংখ্যান মিথ্যা ও বানোয়াট। কোন পরিসংখ্যানের ওপর ভিত্তি করে আপনি একটি পরিকল্পনা করবেন? বেনজীরের (সাবেক আইজিপি) দুর্নীতি এখন সব জায়গায়... বেনজীর এখন সব জায়গায়।’
দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণে দেশের মানুষকে জাগ্রত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও তরুণ প্রজন্মকে সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।