প্রতারণায় যুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ধর্মমন্ত্রী
এ বছর যেসব এজেন্সি হজযাত্রীদের বিব্রতকর ও ভোগান্তিকর পরিস্থিতিতে ফেলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।
গতকাল শনিবার (৮ জুন) সৌদি আরবে হজ ব্যবস্থাপনা পরিদর্শনে যাওয়ার আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
ধর্মমন্ত্রী বলেন, ‘বিগত দিনে কয়েকটি ট্রাভেল এজেন্সির অব্যবস্থাপনার জন্য তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। এবার হজ ব্যবস্থাপনায় সরকার কোনো ভোগান্তির খবর পায়নি। যখন ভোগান্তির কথা বলা হচ্ছে তখন ৮৫ শতাংশ ভিসা সম্পন্ন হয়েছে। যেসব ব্যাংক ও এজেন্সি হজযাত্রীদের ভোগান্তি সৃষ্টি করেছে, তাদের তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ফরিদুল হক খান বলেন, ‘অবশ্যই এ ব্যাপারে আমার ব্যবস্থা নেব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেসব ব্যাংক এই কাজ করেছে, তাদেরকে আমরা পরবর্তীতে আর সুযোগ দেব না। যেসব এজেন্সিগুলো হজযাত্রীদের ভোগান্তিতে ফেলেছে, আগামীতে হজযাত্রী নেওয়ার জন্য তাদের লাইসেন্স আর নবায়ন করতে দেওয়া হবে না। যে যতটুকু অপরাধ করেছে, সে ততটুকু শাস্তি পাবে।’
এ বছর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ৯ মে, শেষ হবে ১০ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২০ জুন আর শেষ ফিরতি ফ্লাইট ২২ জুলাই।