ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহণ শুরু
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে কম খরচে ঢাকায় আম পরিবহণের জন্য চালু হয়েছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে পঞ্চমবারের মতো যাত্রা করল ম্যাংগো স্পেশাল ট্রেন।
আজ সোমবার (১০ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ট্রেন উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম, প্রধান প্রকৌশলী আসাদুল হক, রাজশাহী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ বছর বঙ্গবন্ধু (যমুনা) সেতুর পরিবর্তে পদ্মা সেতু দিয়ে রাজধানীতে পৌঁছাবে ট্রেনটি। প্রতিদিন ছয় লাগেজ ভ্যানের (মালবাহী বগি) মাধ্যমে আম পরিবহণ করা যাবে প্রায় ১৭০ মেট্রিক টন। প্রতি ভ্যানে পরিবহণ করা যাবে ২৮ দশমিক ৮৩ মেট্রিক টন।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছাড়বে এই ট্রেন। যাত্রা পথে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি নেবে বিশেষ এই ট্রেন। ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহণে ভাড়া লাগবে এক টাকা ৪৭ পয়সা, রাজশাহী থেকে এক টাকা ৪৩ পয়সা, পোড়াদহ থেকে এক টাকা ১৯ পয়সা, রাজবাড়ী থেকে এক টাকা সাত পয়সা, ফরিদপুর থেকে এক টাকা ১ পয়সা এবং ভাঙ্গা থেকে ৯৮ পয়সা।
উদ্বোধনী দিনে এক হাজার ৮৪৫ কেজি আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ছেড়েছে ম্যাংগো স্পেশাল ট্রেন। এ থেকে রাজস্ব আয় হয় দুই হাজার ৭৫৬ টাকা।
এদিকে ম্যাংগো স্পেশাল ট্রেনে এবারের কোরবানি পশু পরিবহণ করা হবে। আগামী ১২ জুন থেকে ১৪ জুন মোট তিন দিন এই ট্রেনে পশু পরিবহণ করতে পারবে খামারিরা।