হজে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল সোমবার (১০ জুন) মারা যান তারা। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে ১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ জুন) সকালে মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত তিনজন হলেন, রংপুরের সয়ার এলাকার বাসিন্দা মোহাম্মদ গোলাম কুদ্দুস (৫৪)। তার পাসপোর্ট নম্বর - এ ১৩০৪০৫২৬। একই জেলার পীরগঞ্জের বাসিন্দা মোহাম্মদ শাহজুদ আলী (৫৫)। তার পাসপোর্ট নম্বর- এ ১২৪৯১৮১৯। অপরজন গাইবান্ধার মুক্তি নগরের বাসিন্দা মোহাম্মদ সোলাইমান (৭৩)। তার পাসপোর্ট নম্বর- এ ১২৮১৫৪৮১।
সৌদি আরবে নিহতদের মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় মারা যান চারজন। এর মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী।
আজ মঙ্গলবার (১১ জুন) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৭৯ হাজার ৫৫৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার ২৯৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৪ হাজার ২৬২ জন হজযাত্রী সৌদি আরব যান।