২২৭ জাতের আম নিয়ে ‘আম মেলা’
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে অনুষ্ঠিত হলো আম মেলা। আজ মঙ্গলবার (১১ জুন) বিকেলে নিজ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রশাসক এ কে এম গালিভ খান।
রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক প্রমুখ।
মেলায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ফজলি, খিরসাপাত, গোপালভোগ, আশ্বিনাসহ বাহারি নামের ২২৭টি জাতের আম প্রদর্শন করা হয়। মুল মঞ্চের সামনে নৌকার আদলে তৈরি আলাদা মঞ্চে আমগুলো প্রদর্শন করা হয়। ব্যাপক সংখ্যক জাতের আমের সমন্বয়ে আয়োজিত এ মেলায় তরুণ প্রজন্মসহ বহু দর্শকের সমাগম ঘটে।