বঙ্গবন্ধুর সমাধিতে বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বুধবার (১২ জুন) সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি সভানেত্রী ও বিমান বাহিনী প্রধানের সহধর্মিণী সালেহা খান। শ্রদ্ধা নিবেদন শেষে বেদীর সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন তারা। এরপর পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন বিমান বাহিনীর প্রধান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইলিয়াস হোসেনসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী বাহিনীর নানা কর্মকাণ্ড ট্যাকেল দেওয়ার সক্ষমতা বিমানবাহিনীর আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিমান বাহিনীর নবনিযুক্ত এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে। তার মধ্যে আমাদের বিমান বাহিনীর রয়েছে। আমাদের অত্যাধুনিক ড্রোন এয়ারক্রাফট আছে। বর্তমান সরকার আমাদের এটা দিয়েছেন। যখনই প্রয়োজন হচ্ছে আমরা তখনই ব্যবহার করছি। এগুলোর মাধ্যমে আমরা ইন্টেলিজেন্স সংগ্রহ করছি এবং যাদের যাদের শেয়ার প্রয়োজন তাদের সঙ্গে এটা আমরা শেয়ার করছি। এ ছাড়াও আমাদের সব রকম সক্ষমতা আছে।
বিমান বাহিনীর প্রধান বলেন, যদি আমাদের গ্রাউন্ড ফোর্সের অ্যাডিশনাল কোনো রিকয়ারমেন্ট হয় অবশ্যই আমরা এয়ার সাপোর্ট দিতে পারব। আমাদের পুরোপুরি সে সক্ষমতা আছে। এ ছাড়াও দৈনন্দিন যে কার্যক্রম আছে সেগুলো আমরা পুশ করে যাচ্ছি। আমরা সম্পূর্ণভাবে এটার সঙ্গে সম্পৃক্ত আছি, প্রয়োজন হলে আরও বেশি সম্পৃক্ত হব।
নবনিযুক্ত এয়ার মার্শাল বলেন, আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের বিমান বাহিনীর সব ধরনের সক্ষমতা আছে। আমাদের প্রধানমন্ত্রী সব সময় বলেন, আমরা কারও সঙ্গে শত্রুতা করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের আঘাত করার চেষ্টা করে আমরা দাঁত ভাঙা জবাব দেব।