ঈদের দিন যেমন থাকতে পারে আবহাওয়া
প্রচণ্ড গরমের মধ্যে ছুঁয়ে যাচ্ছে বৃষ্টি। এতে জনমনে কিছু সময়ের জন্যও মিলছে স্বস্তি। তবে, ঈদের দিন শুরুর দিকে বৃষ্টি নিয়ে চিন্তিত অনেকেই। কারণ, আছে ঈদুল আজহার নামাজ ও পরে কোরবানি। তা ছাড়া, আছে কোরবানির পশুর মাংস কাটাকাটিও।
এদিকে, আষাঢ়ের শুরুতেই পড়েছে ঈদ। আর আষাঢ় মানেই তুমুল বৃষ্টি। আগামী ১৭ জুন ঈদের দিন ৩ আষাঢ়। স্বাভাবিকভাবেই এবারের ঈদ আনন্দে বৃষ্টি বাগড়া দেওয়ার শঙ্কাটাই বেশি। এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা আজ শুক্রবার এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি জেলায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে ঈদের দিন দেশের একটি বড় অংশজুড়ে বৃষ্টির প্রবণতা থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। তবে, খুলনা, বরিশাল, রাজশাহীতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়েছে, আজ দেশের পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।