প্রধানমন্ত্রীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। চিঠিতে নরেন্দ্র মোদি ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন।
আজ রোববার (১৬ জুন) ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।
একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভূক্তিমূলক বিশ্ব গড়তে ঈদুল আজহার মূল্যবোধ অপরিহার্য বলেও চিঠিতে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। সেই সঙ্গে ঈদুল আজহাকে বহু সংস্কৃতির ঐতিহ্য হিসেবেও উল্লেখ করেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যও কামনা করেন নরেন্দ্র মোদি।