ব্যবসায়ীর ৪৬ লাখ টাকা উদ্ধার করল ডিএমপি, গ্রেপ্তার ১
ব্যবসায়ী শওকত হোসেন সুমনের (৪১) আত্মসাৎ হয়ে যাওয়া ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে ডিএমপির সূত্রাপুর থানা পুলিশ। কক্সবাজার ও গাজীপুরে অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করে পুলিশ।
জানা যায়, গত ১২ জুন ব্যবসায়ী সুমন কোর্টে হাজিরা দেওয়ার উদ্দেশে পুরান ঢাকার সিএমএম কোর্টে আসেন। এসময় তিনি তার হাসপাতালের কর্মচারীদের বেতন দেওয়ার উদ্দেশে নগদ ৫২ লাখ টাকা বহন করেন। ওই টাকা গাড়িতে রেখে জনসন রোডের স্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে গেলে ড্রাইভার রুবেল (৩৬) সুযোগ বুঝে টাকা নিয়ে সটকে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরে ড্রাইভারকে না পেয়ে ব্যবসায়ী সুমন ১৪ এপ্রিল রাতে সূত্রাপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ অভিযান চালিয়ে কক্সবাজার থেকে আসামি রুবেলকে গ্রেপ্তার করে এবং আসামির তথ্যের ভিত্তিতে কক্সবাজার ও গাজীপুরে অভিযান চালিয়ে নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করে।
এ বিষয়ে মামলার বাদী সুমন বলেন, আমি পুলিশের সহযোগিতায় অত্যন্ত খুশি। আমি কখনোই ভাবিনি এত দ্রুত আমার টাকাটা ফেরত পাব। আমি আজীবন পুলিশের কাছে কৃতজ্ঞ থাকব।
এ বিষয়ে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার নজরুল ইসলাম জানান, আমরা বাদীর কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথেই অভিযান শুরু করি। আমরা আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি নগদ ৪৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই।
উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান পিপিএম বলেন, আসামি রুবেলকে আমরা ইতোমধ্যে আদালতে সোপর্দ করেছি। বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে।