শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহা উদযাপন
সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ৩০ গ্রামের কিছু সংখ্যক মানুষ ঈদুল আজহা উদযাপন করেছে। প্রতিবছরের মতো সৌদি আরবের সঙ্গে মিল রেখেই তারা ঈদুল আজহা উদযাপন করে।
আজ রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী এর ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী ঈদের নামাজে ইমামতি করেন।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী বলেন, আমরা আরবি তারিখ ও মধ্য প্রাচ্যের সাথে মিল রেখেই ঈদ পালন করি। সৌদি আরবসহ পৃথিবীর আরও অনেক রাষ্ট্রে আজ ঈদুল আজহা। তাই আমরা চাঁদের সাথে মিল রেখে সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজ আদায় করেছি। এছাড়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা জামায়াতের সাথে ঈদের নামাজ আদায়ের জন্য দরবার শরীফে আসে। দরবার শরীফের গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন ও জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩০টি গ্রামে থাকা দরবার শরীফের মুরিদরাও একই সময়ে ঈদের নামাজ আদায় করেছেন। দরবার শরীফের অনুসারীরা প্রায় শত বছরের অধিক সময় ধরে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করে আসছে।