ভৈরবে দশতলা থেকে ফেলে শিশু হত্যা, মাসহ আটক ৪
কিশোরগঞ্জের ভৈরবে দশতলা থেকে ফেলে দিয়ে সাতদিনের এক শিশুকে হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ শিশুটির মা তিশা ওসমান (২৫), তিশার বান্ধবী ও বাসার কেয়ারটেকার সুমাইয়া (২৫), কাজের মেয়ে শিলা (১৬) ও মিম (১০) নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
আজ মঙ্গলবার (১৮ জুন) ভোরে শহরের কমলপুর নিউটাউন এলাকার ফুলমিয়া সিটির দশতলার বাসিন্দা ডা. ওসমান গণির বাসায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ ভোর ৪টার দিকে ওই বাসা থেকে ডা. ওসমান গণি ও তিশা ওসমান দম্পতির সাতদিন বয়সী একটি ছেলে শিশু নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে কাজের মেয়ে শিলা ওই বাসার পূর্বদিকের জানালা দিয়ে ভবনের নিচে ময়লার স্তূপে শিশুটির রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে ডা. ওসমান গণি দম্পতি ঘটনাস্থলে গিয়ে মরদেহ তাদের নিখোঁজ শিশুসন্তানের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় মাসহ ওই চারজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির মাসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।