নওগাঁর পত্নীতলায় পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু
নওগাঁর পত্নীতলায় আলাদা দুর্ঘটনায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে পত্নীতলা উপজেলার উজিরপুর ও ঘুকসির বিলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার হরিরামপুর গ্রামের আতাবুল ইসলামের মেয়ে জেবা ইসলাম (২২) ও বদলগাছী উপজেলার চাকরাইল গ্ৰামে পাঁচ বছরের শিশু সার্থক।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত জেবা ইসলাম নানার বাড়িতে বেড়াতে এসে বিকেলে নানার বাড়ির পাশে ঘুকসির বিলে নৌকায় ঘুরতে যায়। এসময় বিলের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়। এছাড়াও সার্থক নামে ৫ বছরের ওই শিশুটি উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানায়, এই মৃত্যুর ব্যাপারে উভয় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পত্নীতলা থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।