সেনাবাহিনীর চাকরি চ্যালেঞ্জিং : সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি খুব চ্যালেঞ্জিং; সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ বুধবার (১৯ জুন) দুপুরে সাভার সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।
সেনাবাহিনী প্রধান এসময় আরও বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য দেশের মঙ্গলের জন্য কাজ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিকায়ন করেছেন।
এর আগে সেনাবাহিনী প্রধান সাভার সেনানিবাসে পৌছে সেনা সদস্যদের সাথে মতবিনিময় সভা করেন এবং ডিওএইচএস এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে একটি নির্মাণ শেষ হওয়া মসজিদ উদ্বোধন করেন ও সেখানে বৃক্ষ রোপণ করেন। পরে সেনাবাহিনী প্রধানকে নবম পদাতিক ডিভিশনের পক্ষ থেকে একটি খোলা জিপে করে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।