বুড়িতিস্তার বাঁধ ভেঙে প্লাবিত কয়েক গ্রাম, তলিয়েছে ফসল
নীলফামারীর ডিমলায় বালাপাড়া ইউনিয়নে বুড়িতিস্তা নদীর বাম তীর ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। এতে সুন্দর খাতার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আমন ধানের চারা তলিয়ে গেছে, ভেসে গেছে সবজীর ফসল। আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুড়িতিস্তার মূল বাঁধের ৬০ মিটার ভেঙ্গে যায়। বাঁধটি ভেঙে যাওয়ায় এসব গ্রামের হাজারও মানুষ এখন বিপাকে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী আলী বলেন, বাঁধটি ভেঙে যাওয়া অন্তত এক হাজার বিঘা জমি সাময়িক পতিত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্থ্যদের সার্বিক সহযোগিতা করা হবে।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।