ঢামেকে ভুয়া নারী চিকিৎসক আটক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গাইনি বিভাগ থেকে অ্যাপ্রন পরিহিতা এক ভুয়া চিকিৎসককে আটক করেছে আনসার সদস্যরা। গতকাল বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক নারীর নাম রিপা আক্তার (২৫)। তার বাসা কামরাঙ্গীচর সেকশন এলাকায়।
আজ শুক্রবার (২১ জুন) ঢামেক হাসপাতাল আনসারের প্ল্যাটুন কমান্ডার (পিসি) মো. মিজান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিপা আক্তার নামে ওই নারী গাইনি বিভাগে (২১২ নম্বর ওয়ার্ডে) অ্যাপ্রন পরে ঘোরাঘুরি করছিলেন। পরে আমাদের নারী আনসারদের সন্দেহ হয়। আনসাররা তাকে কর্তব্যরত চিকিৎসকদের কাছে নিয়ে যান। তারা কথা বলে নিশ্চিত হন, তিনি হাসপাতালের কেউ নন। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে তাদের নির্দেশেক্রমে ওই নারীকে ঢামেক পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
এ প্রসঙ্গে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া আজ এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়। পরে রাত ৮টার দিকে ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়।’
আটক রিপা জানিয়েছেন, তিনি মামুন নামে তার এক বন্ধুর কাছে এসেছেন। তার মা হাসপাতালে ভর্তি আছেন। তবে আনসার সদস্যরা খোঁজ নিয়ে দেখেছেন, তেমন কেউ ভর্তি নেই সেখানে। যার নাম বলছেন, তার মোবাইল নম্বরটিও বন্ধ আছে।