বার বার কারানির্যাতনেই বিএনপিনেতা মাখনের মৃত্যু, দাবি রিজভীর
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বার বার কারানির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাসানটেক থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে। মাখনের নামাজের জানাজায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার (২১ জুন) রাজধানীর ভাসানটেকে আছরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে মাখনের ওপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলে। একাধিকবার সে কারানির্যাত হয়। এ ছাড়া বার বার গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনও চলে তার ওপর। তিনি বলেন, আমি কারাগারে গেলে তার সঙ্গে দেখা হয়েছিল। তার ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল, সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল। আজকে তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।