ডাকাতদলের হামলায় দলিল লেখকের মৃত্যুর অভিযোগ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ডাকাতদলের হামলায় দলিল লেখক মমিনুর রহমানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকার পর আজ রোববার (২৩ জুন) এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
অভিযোগে জানা যায়, গত ১৬ মে উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের চৌরাইট গ্রামে একদল ডাকাত দলিল লেখক মমিনুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে মমিনুর রহমান ও শওকত আলী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ এক মাস সাত দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সেখানে মমিনুর রহমান মারা যান।
এ ঘটনায় গত ১৬ মে রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা করেন শওকত আলী।
মামলা সূত্রে জানা যায়, ওই এলাকার হাবিব ও জাকিরুলের নামে আদালতে ডাকাতির মামলা রয়েছে। সেই মামলায় সাক্ষী দেওয়ার কারণেই এই হামলার ঘটনা ঘটিয়েছে ডাকাতদল।
মমিনুর রহমানের পরিবার জানায়, মামলা করা হলেও আসামিরা এখনও ধরা পড়েনি। তারা পলাতক।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দলিল লেখক মমিনুর রহমান আজ মারা গেছেন। এ ঘটনায় করা মামলার আসামিদের আটকের চেষ্টা চলছে। তারা পলাতক।
এদিকে মমিনুর রহমানের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ সন্ধ্যায় দাফন করা হয়েছে।