মৌলভীবাজারে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু
মৌলভীবাজার সদরের মনু নদী ও বরাক নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাদিপুর গ্রামে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৪ জুন) পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদীতে থেকে নিখোঁজ ১২ বছরের শিশু রিমন শেখের মরদেহ দুদিন পর আজ দুপুরে কনকপুর এলাকা থেকে উদ্ধার করা হয়। রিমন ২২ জুন (শনিবার) দুপুরে মনু ব্যারেজে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়। সে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের ছেলে।
অপর দিকে একই উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া এলাকায় বরাক নদীতে সাত বছরের শিশু আজিজুল সাঁতার কাটতে নেমে আজ সকালে নিখোঁজ হয়। সে একই এলাকার মুহিবুর রহমানের ছেলে। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাদিপুর গ্রামে বন্যার পানিতে ডুবে নাসির মিয়ার ছেলে ৬ বছরের শিশু আবু সাঈদ আহমদ রেদওয়ানের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিুল ইসলাম মনির।