পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক যোগাযোগ বিছিন্ন
দুই দিন ধরে সুনামগঞ্জে ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় বাড়ছে সব নদ-নদীর পানি। এতে সুনামগঞ্জ-তাহিরপুরের সড়ক যোগাযোগ বিছিন্ন পড়েছে।
আজ রোববার (৩০ জুন) সকাল থেকে তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকটা দিয়ে ঢলের পানি আঞ্চলিক সড়ক, বাজার উপচে লোকালয়ে ঢুকছে। আর এই ঢলের পানিতে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর নামক জায়গায় ডুবে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা জানান, এভাবে দুদিন ভারি বৃষ্টিপাত হলে জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।
এদিকে সুরমা নদীর পানি এখনও বিপৎসীমার ৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত দুদিনে ২৫ সেন্টিমিটার বেড়েছে।একই সঙ্গে জেলার চলতি নদী, খাসিয়ামারা, চেলা নদীর পানিও বাড়ছে।
প্রথম দফায় অনেক উপজেলা থেকে বন্যার পানি না নামায় এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে বানভাসি মানুষ।
পাউবোর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন হাওলাদার জানান, আরও দুদিন ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।