এনটিভি সঠিকভাবে দায়িত্ব পালন করছে : মঈন খান
এনটিভির ২২ বছরে পদার্পণ উপলক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, এনটিভি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। এজন্য তাদের প্রশংসা করছি।
আজ বুধবার (৩ জুলাই) ২২ বছরে পদার্পণ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় ড. আব্দুল মঈন খান একথা বলেন।
মঈন খান বলেন, ‘এনটিভির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি টেলিভিশনের উদ্যোক্তা, পরিচালক ও কলাকুশলীসহ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে যেখানে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণ সংকুচিত হয়ে আসছে, ঠিক সেই সময়ে এনটিভি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার যে প্রয়াস নিয়েছে, সেজন্য আমি তাদের প্রশংসা করছি।