আ.লীগনেতা হত্যা মামলায় বাঘা পৌরসভার মেয়র গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ জুন) তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগ।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদের সামনে পৌর মেয়র আক্কাছের আলীর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন করে বাঘা উপজেলা আওয়ামী লীগ। এ সময় পৌর মেয়রের নেতৃত্বে ওই মানববন্ধনে হামলা চালানো হয়। এতে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। গত ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনার পর থেকে আক্কাছ আলী ঢাকায় আত্মগোপনে ছিলেন।
হারুন অর রশীদ বলেন, রাজশাহীর বাঘা উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলায় এক নম্বর আসামি বাঘা মেয়র মো. আক্কাস আলী। বাঘা থানার এ মামালায় আক্কাস আলী ছাড়াও আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অপর আসামিরা হলেন–মজনু, টুটুল, আব্দুর রহমান ও স্বপন।
গ্রেপ্তার আসামিদের রাজশাহী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান হারুন অর রশীদ।