‘বাংলা ব্লকেডে’ অচল সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করেছেন। মিছিলের পর মিছিল করে আজ রোববার (৭ জুলাই) রাজধানীর শাহবাগে জড়ো হতে থাকেন কোটাবিরোধীরা। এরপর তারা অবরোধ করেন ওই এলাকা। একইসঙ্গে আরও সাত এলাকা অবরোধের ঘোষণা দেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। কিছু কিছু এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
রাজধানীর শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধের প্রভাব পড়েছে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেটসহ আশপাশের সড়কে। তীব্র যানজটে প্রায় স্থির যানবাহন। ফলে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে অনেকে হেঁটে পথ পাড়ি দিচ্ছেন। কেউ কেউ মেট্রোরেলে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।
কারওয়ান বাজারে এসে বাস থেকে নেমে যান জাহিদুল ইসলাম নামের এক যাত্রী। তিনি এনটিভি অনলাইনকে বলেন, বাস মোটেও নড়ছে না। ফলে, উপায় না পেয়ে নেমে হাঁটা শুরু করেছি। যা দেখছি, হেঁটেই গুলিস্তান যেতে হবে আমাকে।’
শহিদুর রহমান নামের আরেক যাত্রী বাস থেকে নেমে মেট্রোরেলের উদ্দেশে কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের উঠছিলেন। সে সময় তিনি বলেন, ফার্মগেট থেকে কারওয়ান বাজার পর্যন্ত আসতে সময় লেগেছে ৩০ মিনিট। সেজন্য নেমে গেলাম বাস থেকে। আমি যাব মতিঝিল।’
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার দুপুর সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে আসে৷ বিকেল পৌনে ৪টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যন চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগ অবরোধের কিছুক্ষণ পর সেখান থেকে শিক্ষার্থীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে সেখানে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। বিভিন্ন স্লোগানে উত্তাল ওই এলাকা।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবরোধ করেছেন। ফলে, নিউমার্কেট, রাসেল স্কয়ার ও ধানমণ্ডি-২৭ সড়কের যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। অন্যদিকে একদল কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী বিকেলে রাজধানীর চানখাঁরপুল মোড় অবরোধ করেছেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে। সেখানেও তীব্র যানজট তৈরি হয়েছে।