গোপালগঞ্জে শিক্ষার্থীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা।
আজ রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ঢাকা খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয় তারা। মহাসড়কের আটকা পড়ে দূরপাল্লার শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়ে তারা।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।
এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।