কোটাবিরোধী আন্দোলনের রাফিকে হত্যার হুমকি
কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র খান তালাত মাহমুদ রাফিকে মেরে ফেলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (৭ জুলাই) রাতে তাঁর বাবাকে ফোন করে এ হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে হাটহাজারী থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন খান তালাত মাহমুদ।
তালাত মামুদের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে আজ সোমবার (৮ জুলাই) সকালে অভিযোগ করা হলে তারা ফৌজদারি অপরাধ হওয়ায় জিডি করে পুলিশের সহায়তা নেওয়ার কথা জানায়। তিনি আরও জানান, গতকাল রোববার রাত ১০ টা ২৫ মিনিটে তার বাবার মোবাইল ফোনে একটি কল আসে। কলদাতা রাফি আন্দোলন থেকে সরে না এলে তাকে মেরে অ্যাম্বুলেন্সযোগে লাশ বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়। তখন তাঁর বাবা পরিচয় জানতে চাইলে কল কেটে দেয়। এ ঘটনায় কোটাবিরোধীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে।
এদিকে, কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজারগামী ট্রেন অবরোধ ও বিক্ষোভে করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বিকেলে নগরীর ষোলশহর স্টেশন রেল সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ষোলশহর স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রোডের কক্সবাজার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। তারা কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ৩০ মিনিট স্টেশনে আটকে রাখে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীকে থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। এ বিষয়ে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
আন্দোলনরতরা ২০১৮ সালে সরকার ঘোষিত পরিপত্রের পুনর্বহালের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।