যুবলীগনেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
খুলনায় সাবেক এক যুবলীগনেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে খুলনায় দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন তথ্য নিশ্চিত করে জানান, নিহত আল-আমিন (৪৫) নগরীরর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় হত্যা-মাদকসহ ১০টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার মুন্নার গ্যারেজে সামনে কয়েকজন দুর্বৃত্ত আল-আমিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত শনিবার রাতে খুলনায় ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।