মেধাবীদের বাদ দিয়ে সরকার দেশকে বাংলালীগ করতে চায় : রিজভী
‘সরকার দেশের মেধাবীদের পদদলিত করে এমন এক দেশ গঠন করতে চায়, যেটা বাংলাদেশ নয়, বাংলালীগ হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে যুবদলের নেতাকর্মীদের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, ‘স্বাধীনতার সাত বছর পরে যে দম্পতির সন্তান হয়েছে, তারা নাকি মুক্তিযোদ্ধা। তাদেরকে চাকরি দিতে হবে। মামাবাড়ির আবদার তৈরি করেছে শেখ হাসিনা। মেধাহীন ছাত্রদের দিয়ে মেধাবীদের পদদলিত করে তারা (সরকার) এমন এক দেশ গঠন করতে চায়, যেটা বাংলাদেশ নয়, বাংলা লীগ হবে। আমরা বাংলা লীগ করতে চাই না বাংলাদেশকে। ক্যাডার সার্ভিস, পাসপোর্ট, চাকরি, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর জন্য তারা এই পাঁয়তারা করেছে গোটা দেশের মধ্যে।’
রিজভী বলেন, ‘বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে তরুণ যুবকদের দিকে আর সেই যুবকদের প্রতিনিধি হচ্ছে মুন্না ও নয়ন। জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত এই কমিটি আলোর পথ দেখাবে। এরা ন্যায়ের পথ দেখাবে গণতন্ত্রের পথ দেখাবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল।’
বিএনপির এই নেতা বলেন, ‘ডামি নির্বাচনের সরকার দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে। দেশজুড়ে যে অনাচার চলছে, তার থেকে মুক্তি পেতে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে।’
মিছিলে যুবদলের নতুন কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল করিম পল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক ও সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ আরও অনেকে।