এক বছর পর ফুটল তিন ‘রাতের রানি’
নাইট কুইন বা নিশিপদ্ম ফুলকে ‘রাতের রানিও’ বলা হয়। মূলত বর্ষায় রাতের অন্ধকারে ফুটে অপূর্ব সাদা রঙের এ ফুল। দীর্ঘ এক বছর অপেক্ষার পর দ্বিতীয়বারের মতো বিরল প্রজাতির মিষ্টি সুভাসের এ ফুলের দেখা পেলেন গোপালগঞ্জের সাকায়েত হোসেন দিপু। রাতের আঁধারে সাদা ধবধবে এ ফুল ফোটার খবরে রাতেই দিপুর বাসায় ভিড় করে নানা বয়সের মানুষ।
শুক্রবার (১২ জুলাই) রাতে সাকায়েত হোসেন দিপুর বাড়িতে গিয়ে দেখা যায়, গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রামের বাসিন্দা সাকায়েত হোসেন দিপু শখের বশে নিজ বাড়িতে করেছেন নানা ধরনের ফুল আর ফল গাছের বাগান। ২০২০ সালে ঢাকা থেকে বিরল প্রজাতির ‘নাইট কুইন’ ফুলের চারা রোপণ করেন তিনি। এরপর দীর্ঘ তিন বছর পরিচর্চা করে ২০২৩ সালে ফোটে একটি মাত্র রাতের রানি ফুল। এরপর আরও এক বছরের পরিচর্চা শেষে শুক্রবার রাতের আঁধারে হঠাৎ তার গাছে আবারও দেখা মেলে আরও তিনটি রাতের রানি ফুলের।
সাকায়েত হোসেন দিপু জানান, এ ফুল বছরে মাত্র একবার ফোটে। তাই এ ফুলের সঙ্গে ছবি তুলতে অনেকই ভিড় করে তার বাসায়। অনেকে ফুলের সঙ্গে ছবি তুলে ধরে রাখেন স্মৃতি পাতায়।
‘নাইট কুইন’ ফুল দেখতে আসা বেদগ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এ ফুল দেখাটাও ভাগ্যের ব্যাপার। কারণ এ ফুল দেখতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। তাও আবার একটি রাতের জন্য। এই ফুলের ঘ্রাণ যেমন বিমোহিত করে, তেমনি রাতেই ফুলটি শেষ হয়ে যায়।
সাকায়েত হোসেন দিপু বলেন, ‘নিজের সন্তানের মতো নাইট কুইন ফুলের গাছটিকে পরিচর্চা করেছি। গত বছর একটি ফুল ফুটেছিল, এ বছর তিনটি ফুল ফুটল। ফুল ফোটায় আমার পরিবারের লোকেরাও খুশি। তবে বেশি ভালো লাগছে এ ফুল ফোটার খবরে বিভিন্ন জায়গা থেকে ফুলটিকে দেখতে অনেকে আমার বাসায় আসছেন।’