ঢাবিতে পুলিশের অবস্থান, বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে সহযোগিতার আশ্বাস
কোটা সংস্কারপন্থিদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবস্থান নিয়েছে পুলিশ। আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় অবস্থান নেন তারা। দোয়েল চত্বর এলাকা অভিযানে নামতে পারেন বলে অনেকের ধারণা। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্মপুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, পুলিশ প্রস্তুত রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব।
আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এনটিভি অনলাইনকে নিজেদের অস্থানের কথা জানান বিপ্লব কুমার। তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে দাঙ্গা পুলিশও রয়েছে।’ এরপর পুলিশের সদস্যদের নিয়ে শহিদুল্লাহ হলের সামনে দিয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির দিকে রওনা দেন তিনি।
আজ বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হলে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে ওঠে অভিযোগ। এতে আহত হয়ে শত শত শিক্ষার্থী আহত হন। দুই শতাধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। অনেকে এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন।
এই হামলার বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি কোটা সংস্কারপন্থিরা। তবে, ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, উসকানিমূলক স্লোগান-বক্তব্য ও হলের শিক্ষার্থীদের ওপর আন্দোলনকারীরা হামলা চালালে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন একথা বলেন।