ঢাবিতে দফায় দফায় সংঘর্ষে আহত তিন শতাধিক
সরকারি চাকরিতে কোটা সংস্কারপন্থি আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (১৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, ঢাকা মেডিকেলে রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩০০ জনের বেশি শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন বলে আমি জানি। ভর্তি রাখা হয়েছে ১৩ জনকে। এর বাইরে অন্য হাসপাতালে শিক্ষার্থীরা চিকিৎসা নিয়েছেন কিনা, আমি জানি না।
ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, যেসব শিক্ষার্থী আহত হয়েছেন, তারা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না। ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা। ছাত্রলীগেরও কয়েকজন আহত হয়েছেন।
এর আগে সোমবার দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এরপর ক্যাম্পাসের কয়েকটি জায়গায় আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ হামলা চালায় বলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে তাদের ধরে ধরে মারধর করা হয় বলেও অভিযোগ তাদের।
আহত শিক্ষার্থীদের যারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন, তাদের জরুরি বিভাগের সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে বের করে দেন বলেও অভিযোগ করেন কোটা সংস্কারপন্থি আন্দোলনকারী শিক্ষার্থীরা।