রাজধানীর শনির আখড়ায় সংঘর্ষ, গুলিতে আহত ৬
রাজধানীর শনির আখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছিল আজ। সন্ধ্যায় কোটা সংস্কারপন্থিদের সঙ্গে পুলিশের বাধে সংঘর্ষ। দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। এদের একজন মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। আর রাতে খবর আসে, শনির আখড়ার কাজলায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়ার কাছে জানতে চাইলে এনটিভি অনলাইনকে বলেন, দনিয়া ও শনির আখড়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের গুলিতে আহত ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে বলে জানিয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে। একজনের মাথায় গুলি লেগেছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি-জামায়াতের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। সন্ধ্যার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কি না, তা তিনি জানেন না বলে দাবি করেন।
জানা গেছে, আহত ব্যক্তিরা হলেন—ইরান, সোহাগ, বাবু মিয়া ও তার শিশুপুত্র রোহিত মিয়া এবং স্কুলছাত্র মাহিম আহমেদ।