সাভারে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের থেমে থেমে সংঘর্ষ
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে থম থমে সংঘর্ষ হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে এ সংঘর্ষ শুরু হয়। এমন পরিস্থিতিতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিও কমিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউনের’ অংশ হিসেবে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বন্ধ করে দেয় যান চলাচল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অভিমুখে অগ্রসর হলে বিভিন্ন পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে থেমে থেমে সংঘর্ষে হয় পুলিশের।
দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ পাকিজা অতিক্রম করে সাভার বাজার বাসস্ট্যান্ড ধরে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলে ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা। প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কের মধ্যে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীদের থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় সাভার বাজার বাস স্ট্যান্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেও পরিস্থিতি শান্ত করতে পারেনি। থেমে থেমে সংঘর্ষ চলছে।
অন্যদিকে বুধবারের সংঘর্ষের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই হল ছেড়ে চলে গেছেন। ক্যাম্পাস দৃশত এখন ফাঁকা। তবে সেখানে মোতায়েন করা হয়েছে বিজিবি পুলিশ ও র্যাব সদস্যদের।
অন্যদিকে সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হয় ক্যাম্পাসে। আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছেন। গতকাল বুধবার রাতেই বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে যান। আজ বৃহস্পতিবার সকাল থেকেই ক্যাম্পাস ফাঁকা।