দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ পুলিশ সদর দপ্তরের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করা নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দপ্তরের পাঠানো বার্তায় এ অনুরোধ জানানো হয়।
বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন।
অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতেও অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বার্তায় আরও বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য দেওয়ার জন্য এ দুটি নম্বরে যোগাযোগ করছে বলছে পুলিশ (০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩)।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে। সাত দিনে সারা দেশে ১১৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা অঞ্চলেই (রাজধানী ও ঢাকা জেলা) ৯০টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেশির ভাগ ঘটনা ঘটেছে পুলিশের অবস্থান ও তাদের স্থাপনা ঘিরে। আগুনের ঘটনাগুলো বিশ্লেষণ করে এখন পর্যন্ত এমন তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।