ইতালির রাষ্ট্রদূতের নামে ভুয়া এক্স অ্যাকাউন্ট অপসারণ
ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর নাম ব্যবহার করা ভুয়া একটি অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এর আগে ইতালির রাষ্ট্রদূত জানিয়েছেন, তার নামে এক্সে (সাবেক টুইটার) একটি ভুয়া প্রোফাইল তৈরি করা হয়েছে।
ইতালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের প্রোফাইল থেকে যে বার্তা এসেছে তার জন্য রাষ্ট্রদূত আলেসান্দ্রো দায়ী নয়। ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে সাম্প্রতিক আন্দোলন-সংক্রান্ত কিছু ছবি ও বার্তা শেয়ার করা হয়।
দূতাবাসের কূটনৈতিক সূত্র জানায়, ভুয়া অ্যাকাউন্টটি সরিয়ে ফেলতে ঢাকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায় ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রণালয়। এরপর প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ায় এবং রাষ্ট্রদূত আলেসান্দ্রো ও দূতাবাসের কর্মীদের সুরক্ষার নিশ্চয়তা দেওয়ায় ঢাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।