বিএফইউজের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় সাংবাদিক হত্যা-নির্যাতনের ঘটনা অনুসন্ধান ও তদন্তের জন্য বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে বিএফইউজের সভাপতির কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। সদস্যরা হলেন—বিএফইউজের মহাসচিব দীপ আজাদ, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন।
বিএফইউজের সকল অঙ্গ ইউনিয়নকে তথ্য দিয়ে কমিটিকে সহায়তা করার অনুরোধ জানান হয়েছে।