শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি, তা বিকৃত করা হয়েছে। আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে।’
আজ শুক্রবার (২৬ জুলাই) সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই ধ্বংসের সঙ্গে জড়িত হামলাকারীরা এখনও দেশের আনাচে কানাচে লুকিয়ে রয়েছে। তাদের নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে। এই শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই।’
শেখ হাসিনা আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করেছে। দেশের সম্মান নষ্ট করতে এখন ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উসকে দেওয়া হচ্ছে।