মোবাইল ইন্টারনেট চালু হবে কবে, জানালেন বিটিআরসি চেয়ারম্যান
হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ইন্টারনেট পরিষেবা ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য চালু হয়েছে। তবে, এখনও ভোগান্তিতে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীরা। যদিও এই সেবা আগামী রবি-সোমবারের মধ্যে চালু হতে পারে বলে জানানো হয়েছিল আগেই। সেই লক্ষ্যে কাজও করছে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। আর আজ শুক্রবার (২৬ জুলাই) সংস্থাটির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ একই তথ্য জানিয়ে বলেছেন, মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।
মহিউদ্দিন আহমেদ বলেন, এখনও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যেসব সঞ্চালন লাইন এবং ডেটা সেন্টার রিপেয়ার করা হয়েছে, ইমপ্যাক্টটা কেমন পড়ছে এবং মোবাইল ইন্টারনেটে প্রেশার যেহেতু আরেকটু বেশি পড়বে, সেজন্য পরীক্ষা নিরীক্ষা করছি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবি-সোমবারে চালু করার পরিকল্পনা আছে বলেও জানান মহিউদ্দিন আহমেদ।
এর আগে একদিকে যখন চলছিল কোটা সংস্কার আন্দোলন, আর অন্যদিকে জ্বালাও-পোড়াও, তখন ১৭ জুলাই রাত থেকে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা। অনেকেরই অভিযোগ ছিল, তারা পাচ্ছেন না ফোর-জি সেবা। তারপর হঠাৎই বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট। তখনও ব্রডব্যান্ড ইন্টারনেট সচল ছিল। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার পর থেকে সেই সেবাটিও আর পাচ্ছিলেন না ব্যবহারকারীরা। এরপর গত মঙ্গলবার রাত থেকে অগ্রাধিকার ভিত্তিতে ব্রডব্যান্ড চালু হয়।