ছাত্র আন্দোলনে মৃত্যু : জাতীয় গণতদন্ত কমিশন গঠন
দেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে সহিংসতায় দুই শতাধিক মানুষের মৃত্যু, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের নির্যাতন, গুলি ও গণগ্রেপ্তারের ঘটনা তদন্ত করতে ‘জাতীয় গণতদন্ত কমিশন’ গঠন করা হয়েছে। তদন্ত কমিশনের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারপতি আব্দুল মতিন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী ও সাধারণ অভিভাবকদের পক্ষ থেকে দেশের কয়েকজন প্রথিতযশা ব্যক্তির সমন্বয়ে করা কমিশনের সদস্যরা হলেন— জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, আইনজীবী অনীক আর হক, অধ্যাপক তানজম উদ্দিন খান, লেখক ও গবেষক মাহা মির্জা। কমিশনের সদস্যসচিব হিসেবে যুগ্মভাবে কাজ করবেন অধ্যাপক তানজম উদ্দিন খান ও মাহা মির্জা।
এছাড়াও এই গণতদন্ত কমিশনে উপদেষ্টা হিসেবে থাকবেন— সিনিয়র আইনজীবী তোবারক হোসেন, ব্যারিস্টার সারা হোসেন, ড. শাহদীন মালিক, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান, শিক্ষক কাজী মাহফুজুল হক সুপন, আইনজীবী রাশনা ইমাম, জ্যোতির্ময় বড়ুয়া ও শিক্ষক সাইমুম রেজা তালুকদার।
সুপ্রিম কোর্টে গণহত্যার বিচার ও গায়েবি মামলায়-গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের দাবিতে আজ মঙ্গলবার (৩০ জুলাই) এক আইনজীবী সমাবেশে ব্যারিস্টার অনীক আর হক এ কমিশন গঠনের তথ্য জানান।