পিরোজপুরে আ.লীগের দোয়া মাহফিল
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতারা। আজ মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক গৌর রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, পৌর যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।
এ সময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে সারা দেশে জামায়াত-শিবির, বিএনপি সন্ত্রাসী কার্যক্রম চালায় এতে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বেশ কয়েকজন নেতাকর্মী এবং পুলিশ সদস্য সাধারণ ছাত্র-ছাত্রীরা নিহত হয়। বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়।
আলোচনা সভা শেষে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।