কোটা আন্দোলনকারীদের আজ ‘আমাদের বীরদের স্মরণ’ কর্মসূচি
সারা দেশে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ‘রিমেমবারিং দ্য হিরোজ’, অর্থাৎ ‘আমাদের বীরদের স্মরণ’ শিরোনামে কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার (৩১ জুলাই) দেশব্যাপী ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে তারা। এদিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক রিফাত রশীদ এক বিবৃতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশ আজ সন্ত্রাসের কালো ছায়ায় আচ্ছন্ন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বর্বর গণহত্যা চালানো হয়েছে। আমাদের ঝলমলে দিনগুলো আজ আঁধারে ছেয়ে গেছে। গণগ্রেপ্তার আতঙ্কে রাতগুলো হয়ে গেছে আরও অন্ধকার।’
রিফাত রশিদের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মসূচিতে ৯ দফা দাবি আদায়ের জন্য ‘নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ’, ‘শহীদ ও আহতদের নিয়ে পরিবার ও সহপাঠীদের স্মৃতিচারণ’, ‘চিত্রাঙ্কন বা গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোট্রেট তৈরি’ এবং ‘ক্যাম্পাস ও এলাকাভিত্তিক প্রতিবাদ এবং সাংস্কৃতিক আয়োজন’ এর মতো কর্মসূচি পালনের কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও শিক্ষকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নতুন কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।