ময়মনসিংহে ‘আমাদের বীরদের স্মরণে’ নজরুল স্কয়ারে শিক্ষার্থীদের ঢল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ময়মনসিংহে ‘আমাদের বীরদের স্মরণ’ কর্মসূচিতে আন্দোলনকারীরা আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টা থেকে নজরুল স্কয়ারে সমবেত হতে শুরু করেন। শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।
নজরুল স্কয়ারে সমবেত শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা শ্লোগান দিচ্ছেন। এর মধ্যেই বৃষ্টি নামে। বৃষ্টি উপেক্ষা করেই হাজারো কোটা বিরোধী শিক্ষার্থী নিজ নিজ অবস্থানে অনড় থেকে সমাবেশ চালিয়ে যায়। আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান ও আরিফুর হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘আমরা অধিকার চাইতে গিয়ে রাজাকার হলাম। আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। অনেককেই নানাভাবে হয়রানি করা হচ্ছে। নয়দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাব।’
এসময় শহরে র্যাব, পুলিশ ও বিজিবির টহল বাড়ানো হয়। সভাস্থলের পাশেও পুলিশ ও আমর্ড পুলিশসহ আইন শৃখংখলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।