ববির সমন্বয়ক শুভসহ আটক ১২, ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান
কর্মসূচি পালনে ক্যাম্পাসে জড়ো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থরা। এ সময় ববির সমন্বয় সুজয় শুভ, এম এইচ তমালসহ মোট ১২ জনকে আটক করেছে বন্দর থানা পুলিশ। অপরদিকে নিরাপত্তার অজুহাতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর ১২টায় তমালসহ মোট ১২ জনকে গাড়িতে তুলে নিয়ে যায় বন্দর থানা পুলিশের একটি দল।
এদিকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে ববির গ্রাউন্ড ফ্লোরে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র-শিক্ষক সংহতি সভায় অংশগ্রহণ করতে আসার পথে তাঁদের আটক করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল জানান, নিরাপত্তার দিক বিবেচনা করে ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই ববির শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেই কারণে তাদের অবস্থান বলে জানান তাঁরা।a