সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা
কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী ও জনতার মৃত্যুর প্রতিবাদে রাজধানী সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা তাদের কলেজের আইডিকার্ড পরে গণমিছিল করেছেন।
আজ শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পরে দুপুর ২টার দিকে ঢাকা কলেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে দিকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখার সময় তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এরপর তারা বিসিএসআইআরের সামনে গিয়ে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবস্থান নেন। বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের কর্মসূচি চলছে। আন্দোলনে সড়ক প্রায় যানশূন্য হয়ে পড়েছে।
মিছিলে অংশ নেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ধানমণ্ডি, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থীরা।
জুমার নামাজের পর আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন তরুণ-যুবকেরা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও তারা আন্দোলনকারীদের বাধা দেয়নি। তবে, সতর্ক অবস্থানে দেখা গেছে। তাদের অবস্থানে এপিসি এবং প্রিজন ভ্যানও দেখা গেছে।
এর আগে গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে' সারা দেশে ‘ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি’ ঘোষণা করে।