বৃষ্টি উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল
বৃষ্টি উপেক্ষা করে ময়মনসিংহ নগরীতে ছাত্র-জনতার গণমিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২ আগস্ট) বেলা ২টার পর নজরুল স্কয়ার চত্বর থেকে ছাত্র-জনতার গণমিছিল শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বৃষ্টি উপেক্ষা করে সর্বস্তরের মানুষকে মিছিলে অংশ নিতে দেখা যায়। নগরজুড়ে হাজার হাজার ছাত্র-জনতার মিছিলে একাকার হয়ে যায় প্রধান সড়ক ও অলীগলি। দুপুর ২টা থেকে নজরুল স্কয়ার চত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। লাগাতার বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে আসা শিক্ষার্থীদের অভিভাবক এবং সাধারণ মানুষ আসেন সমাবেশ স্থলে। বেলা আড়াইটা থেকে সমাবেশ চলে নজরুল স্কয়ার চত্বরে। বেলা পৌনে ৪টার দিকে আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান ও আরিফুর হাসানের নেতৃত্বে বিশাল ছাত্র-জনতার বিশাল গনমিছিল শুরু হয়। মিছিল চলাকালে রাস্তার দু’ধারে শত শত নারী পুরুষের ভিড় দেখা গেছে। বিশাল মিছিলে হাজার হাজার ছাত্র-জনতা ঢল রেলওয়ে কৃষ্ণচুরা চত্বরে গিয়ে দোয়া অনুষ্ঠিত হয় ।
সাধারণ ছাত্র-জনতার মিছিল
এদিকে বাদ জুম্মা স্টেশন রোড এলাকা থেকে সাধারণ ছাত্র-জনতার একটি মিছিল বের করা হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ করা হয়েছে।