ছাত্র-জনতার ঢেউ আছড়ে পড়ছে শহীদ মিনারে
লাখো মানুষের স্লোগানে মুখরিত কেন্দ্রীয় শহীদ মিনার। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতার ঢেউ এসে আছড়ে পড়ছে এখানে। যেদিকে চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। সবার মুখের ভাষা একটাই ‘আমি এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, ‘লাশের ভেতর জীবন দে, নাইলে গদি ছেড়ে দে’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’।
আজ শনিবার (৩ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে বিক্ষোভ মিছিল হচ্ছে। একইসঙ্গে আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় তারা। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে আজ রাজধানীর বিভিন্নি এলাকায় মিছিল করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরা।
সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা গেছে, প্রাঙ্গণ বিকেল তিনটার দিকে লোকে লোকারণ্য হয়ে পড়ে। তখনও দলে দলে আন্দোলনকারীরা এখানে আসতে থাকেন। বিকেল চারটার পর শহীদ মিনার ও এর আশপাশের এলাকা মানুষে মানুষে ভরে ওঠে। যেদিকে দুচোখ যায়, কেবল মানুষ আর মানুষ। বিকেল যখন সাড়ে চারটা তখন এখানে থাকা শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার আন্দোলনকারী সবাই একযোগে দুহাত উঁচু করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। একযোগের এ স্লোগান থামার পরপরই সবাই আবার আগের মতো জায়গায় জায়গায় স্লোগান দিতে থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সির গেট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারের কোণা পর্যন্ত মানুষ আর মানুষ। অন্যদিকে শহীদ মিনারের পশ্চিম পাশের মোড় পর্যন্ত লোকে লোকারণ্য। হাজার হাজার এসব মানুষ ‘এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ’সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন অনবরত। স্লোগান দিতে দিতে আব্দুল ওহাব নামের এক রিকশাচালক বলতে থাকেন, ‘আজ সবাই মাঠে নেমেছে। আমি নেমেছি, আমার ছেলেও নেমেছে। আমি আর মানা করিনি ছেলেকে। দেশকে তো ছেলের জন্য নিরাপদ করতে হবে। ও নিজেও এই লড়াইয়ের ভাগিদার হোক।’
আন্দোলনকারীরা সরকার বিরোধীসহ নানা ধরনের স্লোগান দিচ্ছেন। ‘শেখ হাসিনা ভুয়া’, ‘ছাত্রলীগ, ভুয়া’, ‘ওবায়দুল কাদের, ভুয়া’, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি’, ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’সহ নানান ধরনের স্লোগান দিচ্ছেন তারা।